আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই বাংলার মানুষ স্বাগত জানাবেন নতুন বছরকে। ১ লা জানুয়ারিতে যতই ইংরেজি নববর্ষ মেনে চলুক না কেন গোটা বিশ্ব। বাঙালির কাছে ১লা বৈশাখই আসল নববর্ষ। এই বছর নববর্ষ এপ্রিল মাসের ১৪ তারিখে না ১৫ তারিখে? নববর্ষ উপলক্ষে ছুটি পাবেন কবে? জেনে নিন।
১৪ না ১৫ এপ্রিল, পয়লা বৈশাখ কবে?
আর কিছুদিন পরই ১৪৩১ সাল শুরু হবে। এই বছর বৈশাখ মাসের ১ তারিখ আসলে এপ্রিল মাসের ১৪ তারিখে পড়ছে। প্রত্যেক বছর ১লা বৈশাখ উপলক্ষে ছুটি থাকে রাজ্য সরকারের। তবে এই বছর কিন্তু পয়লা বৈশাখের জন্য ছুটিটা মার খাবে। কারণ এই বছর পয়লা বৈশাখ আসলে রবিবার পড়েছে। তবুও কিন্তু মন খারাপের কারণ নেই। কারণ এই মাসেই আবার বাড়তি ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার।
মার গেল পয়লা বৈশাখের ছুটি
পয়লা বৈশাখের উৎসব শুধুই যে পশ্চিমবঙ্গে পালন হবে তা নয়। ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং আসামের মানুষেরাও এই দিনটাতে নববর্ষ উদযাপন করেন। আবার ভারতের প্রতিবেশী বাংলাদেশেও এই দিনটাতে নববর্ষ পালন হয়। ১৩ই এপ্রিল শনিবার চৈত্র সংক্রান্তি ও ১৪ই এপ্রিল পয়লা বৈশাখে উৎসবের আনন্দে মাতবেন সকলে।
আরও পড়ুন : ভোটের জন্য কোন কোন দিন ছুটি থাকবে স্কুল? জেনে নিন এক ক্লিকে
বাড়তি ছুটির ঘোষণা রাজ্য সরকারের
এই বছর যেহেতু পয়লা বৈশাখ রবিবারে পড়েছে তাই কিছুটা হলেও উৎসবের আনন্দে ভাঁটা পড়েছিল বাঙালির। অনেকেই আশা করছিলেন হয়তো বা পয়লা বৈশাখের জন্য অতিরিক্ত ছুটি হিসেবে সোমবার ছুটি ঘোষণা হবে। কারণ আগেও এরকম হয়েছে। তবে পয়লা বৈশাখের জন্য বাড়তি ছুটি কিন্তু এই বছর মিলবে না। বরং রামনবমীর জন্য একদিন অতিরিক্ত ছুটি পাবেন রাজ্য সরকারের ঘোষণা অনুসারে।
আরও পড়ুন : ভোটের জন্য কোন কোন দিন ছুটি থাকবে স্কুল? জেনে নিন এক ক্লিকে
কোন দিন থাকবে ছুটি?
আগামী ১৭ ই এপ্রিল রামনবমী। রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা হয়েছে। সেই সঙ্গে সরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। ঐদিন রাজ্যের সব স্কুল-কলেজ অফিস বন্ধ থাকবে। উল্লেখ্য দেশের বেশ কিছু রাজ্য কিন্তু রামনবমীতে ছুটি দেয় প্রত্যেক বছর। তবে বাংলাতেও অন্যান্য বছর ছুটি না থাকলেও এই বছর লোকসভা ভোটের আগে রামনবমীতে ছুটি ঘোষণা করা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সাধারণ মানুষ।