Sukanta Majumder Net Worth : বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচন লড়বেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিয়ম অনুসারে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আর তাতে রয়েছে তার সম্পত্তির খতিয়ান। শুধু সুকান্ত মজুমদারের নয়, তার স্ত্রী কোয়েল চৌধুরীর সম্পত্তির হিসেব-নিকেশ রয়েছে মনোনয়নপত্রে। বিজেপির রাজ্য সভাপতি ও তার স্ত্রী ঠিক কত সম্পত্তির মালিক? দেখুন এক নজরে।
সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা
মনোনয়নপত্রে প্রার্থীর অন্যান্য সমস্ত বিবরণের সঙ্গে শিক্ষাগত যোগ্যতারও উল্লেখ থাকে। সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। রাজনীতিতে পা রাখার আগে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ২০২১ সালে তিনি খাতায়-কলমে বিজেপিতে যোগ দেন।
সুকান্ত মজুমদারের মোট সম্পত্তির পরিমাণ কত?
সুকান্ত মজুমদারের বার্ষিক আয়
সুকান্ত মজুমদার তার মনোনয়নপত্রে বিগত ৫ বছরের রোজগারের তথ্য তুলে ধরেছেন। সাল অনুসারে তার বার্ষিক রোজগারের তথ্য তুলে ধরেছেন। সেখানে কী কী উল্লেখ রয়েছে দেখুন।
- ২০১৮-১৯ : ৫ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা।
- ২০১৯-২০ : ৯ লক্ষ ১৯ হাজার ৩০০ টাকা।
- ২০২০-২১ : ৫ লক্ষ ৯৫ হাজার ২১০ টাকা।
- ২০২১-২২ : ৯ লক্ষ ৩০ হাজার ৩২০ টাকা।
- ২০২২-২৩ : ৯ লক্ষ ৯৪ হাজার ৬২০ টাকা।
সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের বার্ষিক আয়
- ২০১৮-১৯ : ২ লক্ষ ৯৯ হাজার ৩৫০ টাকা।
- ২০১৯-২০ : ৩ লক্ষ ৮২ হাজার আর ৪০০ টাকা।
- ২০২০-২১ : ৪ লক্ষ ৬৪ হাজার ২৬০ টাকা।
- ২০২১-২২ : ৬ লক্ষ ৬৪ হাজার টাকা।
- ২০২২-২৩ : ৬ লক্ষ ৩৩ হাজার ৪২০ টাকা।
আরও পড়ুন : বাংলায় কটা সিট পাবে বিজেপি? কি বলছেন প্রশান্ত কিশোর
সুকান্ত মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ
সুকান্ত মজুমদারের কাছে নগদ টাকা, সোনার গয়না, গাড়ি এবং অন্যান্য বিনিয়োগ মিলিয়ে ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার কাছে ৩০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। একটি স্কুটার রয়েছে। স্ত্রী এবং তার নামে একটি বাড়ি রয়েছে যার মূল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা।
আরও পড়ুন : লোকসভা ভোটে জিতবে কে? কি হবে ফলাফল? প্রকাশ্যে এল সমীক্ষার রেজাল্ট
সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর সম্পত্তির পরিমাণ ৩৬ লক্ষ ২৯ হাজার ২২৬ টাকা। তার কাছে ১৫০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। তার নামে একটি চারচাকা গাড়ি রয়েছে। সুকান্ত মজুমদার এবং তার স্ত্রীর নামে ৫ লক্ষ ৬২ হাজার ৫৫৭ টাকার ঋণ রয়েছে।