মাঝেমধ্যেই রেলওয়ের তরফ থেকে বিভিন্ন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। রেলওয়ের এই মেইনটেনেন্সের কারণে অনেক সময় ট্রেন লেট চলে, কোথাও ট্রেন বাতিল হয়। আবার কোথাও ট্রেনের রুটই পরিবর্তন করে দেওয়া হয়। ঠিক একই কারণে আগামী ২ মাসেও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন লাইনের যাত্রীরা সমস্যার মুখে পড়তে চলেছেন।
কতদিন চলবে রেলওয়ের রক্ষণাবেক্ষণের কাজ?
রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে ১৫ ই এপ্রিল থেকে ২২ শে জুন পর্যন্ত হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালি এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণ হবে। যে কারণে প্রত্যেকদিন ১৫০ মিনিট করে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা থাকবে।
কোন কোন ট্রেনের রুট পরিবর্তন হবে?
- এই রক্ষণাবেক্ষণ চলার কারণে উক্ত সময়ের মধ্যে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরে যাতায়াত করবে।
- ১২৩২৮ দেরাদুন-হাওড়া এক্সপ্রেস ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরে যাতায়াত করবে।
- ১৫২৭২ মুজাফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস ব্যান্ডেলের উপর দিয়ে ঘুরে যাতায়াত করবে।
- ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেন ডানকুনি দিয়ে ঘুরে যাবে।
আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল
লেট চলবে কোন কোন ফ্রেন্ড?
- ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস ৭৫ মিনিট দেরিতে চলবে।
- ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে চলবে।