কত টাকার মালিক দেব? মাসে কত টাকা রোজগার করেন তিনি?

Riya Chatterjee

Published on:

Trinamool Congress Candidates For Loksabha Aka Actor Dev Net Worth And Educational Qualification

অভিনয় থেকে রাজনীতি, সবেতেই তিনি সুপারহিট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে ঘাটাল থেকে লড়বেন দেব। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র এবং হলফনামা জমা দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। কত সম্পত্তির মালিক তিনি? কত দূর পড়াশোনা করেছেন? জেনে নিন দেবের সম্পর্কে অজানা সব তথ্য।

কতদূর পড়াশোনা করেছেন দেব?

পড়াশোনাতেও নেহাত পিছিয়ে নেই তিনি। দেব জানিয়েছেন তিনি ২০০৩ সালে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা করেন।

দেবের রোজগার কত?

২০২২-২৩ অর্থ বছরে দেবের আয় ছিল ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৭০ টাকা। ২০২১-২২ অর্থ বছরে দেব আয় করেন ২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩০ টাকা। ২০২০-২১ অর্থ বছরে দেবের আয় ছিল ২ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ১৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় হয়েছিল ১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তার আয় হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৮ হাজার ১৪০ টাকা।

দেবের সম্পত্তির পরিমাণ কত?

দেবের অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?

এই মুহূর্তে দেবের হাতে ২৬ হাজার ৭৫৮ টাকা নগদ রয়েছে। ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্টে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা রয়েছে। তার কাছে ১২ লক্ষ ৪০ হাজার টাকা দামের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে। তার মাথার উপর ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকার লোন রয়েছে।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

এছাড়া দেবের কাছে কয়েক লক্ষ টাকা দামের অলংকার রয়েছে। সবমিলিয়ে যার দাম হবে ৪৯ লক্ষ ১৮, ৫৮২ টাকা। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।

আরও পড়ুন : কত টাকার মালিক সুকান্ত মজুমদার? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ কত?

দেবের একাধিক ফ্ল্যাট রয়েছে। যার মধ্যে আরবানার তিন নম্বর টাওয়ারে একটি ফ্ল্যাট রয়েছে। বৈদিক ভিলেজে তার কিছু সম্পত্তি আছে। সেই সঙ্গে সাউথ সিটিতে দুটো ফ্ল্যাট রয়েছে তার নামে। এই ফ্ল্যাট দুটো ভাড়া দিয়ে বেশ মোটা টাকা আয় করেন তিনি। ১৯ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার কাছে।