তেড়েফুঁড়ে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! এই ৬ জেলায় চলবে বৃষ্টির তাণ্ডব

Riya Chatterjee

Published on:

Eid And Poila Boisakh Weather Rainfall Update

Weather Update West Bengal Tomorrow : একদিকে সক্রিয় রয়েছে অ্যান্টি সাইক্লোন, অন্যদিকে কাজ করছে সক্রিয় ঘূর্ণাবর্ত! দুইয়ের কারণে পশ্চিমবঙ্গসহ গোটা দেশের আবহাওয়াতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। বিগত কয়েক দিনে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প। দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর প্রভাব টের পাওয়া গিয়েছে এই সপ্তাহের শুরুতেই। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? ঈদ ও পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে জেলায় জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে বেশি। দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার কারণে প্রবল তাপপ্রবাহের হাত থেকে বাঁচবে মানুষ। উভয় ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং উভয় বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

IMD রিপোর্ট অনুসারে আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত চলবে সমগ্র পশ্চিমবঙ্গে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গ, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : জালিয়াতি থেকে বাঁচতে কীভাবে সিম কার্ড লক করবেন? জেনে নিন পদ্ধতি

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলবে। মালদহ এবং উভয় দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। যদিও তার ফলে তাপমাত্রা খুব বেশি কমবে না। আগামী ২ দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা ঢুকছে কিনা চেক করুন এইভাবে

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের একাধিক রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের পাদদেশ সংলগ্ন রাজ্য, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বৃষ্টিপাত চলবে। জম্বু-কাশ্মীরে আবার তুষারপাতের সম্ভাবনাও আছে। আবার কোথাও কোথাও তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর। হিট ওয়েভ, লু বইবে জায়গায় জায়গায়। রাজকোট, ভুজ, সুরেন্দ্রনগর, দিসা, গান্ধীনগর, আহমেদাবাদ, বরোদা, প্রয়াগরাজ, বারাণসী, ঝাঁসিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। তাই সেই সব জায়গাতে দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।