চাকরি গেলেও চিন্তা নেই! SSC চাকরিহারাদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার

Riya Chatterjee

Published on:

West Bengal Government Declares About On SSC Jobless Salary

২০১৬ সালের SSC তে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলতে গেলে রাজ্যের কাছে এটা একটা বড় ঝটকা। এদের মধ্যে কেউ নবম-দশম, কেউ একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করতেন। কেউ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে চাকরি গেলেও কিন্তু চাকরিহারাদের বেতন নিয়ে আশ্বস্ত করলো রাজ্য সরকার।

হাইকোর্টের নির্দেশ অনুসারে রায় ঘোষণার পর থেকে ২০১৬ সালের প্যানেল থেকে চাকরিপ্রাপ্তরা আর ওই পদে বহাল থাকতে পারবেন না। নিয়োগ প্রক্রিয়া আবার নতুনভাবে শুরু করতে হবে। একইসঙ্গে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সমেত বেতনের অংক ফেরত দিতে হবে। ২৬ হাজারের মধ্যে এই সংখ্যাটা ৫ হাজারের কিছু বেশি।

স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই রায়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে চাকরিহারা শিক্ষকদের। যোগ্য এবং অযোগ্যদের আলাদা না করতে পারার কারণেই হাইকোর্ট এই চূড়ান্ত রায় দিয়েছে। যেখানে অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও ফল ভুগছেন আজ। এরই মধ্যে রাজ্য সরকারের ঘোষণা, চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে সরকার।

আরও পড়ুন : সুদ-সমেত এক একজন শিক্ষককে মোট কত টাকা ফেরত দিতে হবে দেখুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য শ্রম দপ্তরের অধীনে চাকরি হারানো প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীকে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। তারা এপ্রিল মাসে যেহেতু কাজ করেছেন তাই তারা এই বেতনের যোগ্য বলে মনে করে রাজ্য সরকার। শুধু এপ্রিল মাস নয়, যতদিন সুপ্রিম কোর্টে এই রায়ের পরিপ্রেক্ষিতে বিচার চলবে ততদিন রাজ্য সরকার চাকরি হারানোদের বেতন দিয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন : কাদের ফেরত দিতে হবে টাকা? দেখে নিন তালিকা

হাইকোর্টের রায় আসার পরপরই এই সিদ্ধান্তটি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হাইকোর্টের রায়কে ‘বেআইনি’ ঘোষণা করেছেন। সোমবার কলকাতা হাইকোর্টের রায় আসার পর গত বুধবারই সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট এবার কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার।