Marriage : সংসার সুখের হয় রমনীর গুণে, সংসারের সুখ-শান্তিরর জন্য রমনীদের অবদান জুড়ি মেলা ভার। তবে আজকের দিনে অনেকসময় মেয়েটি সাংসারিক হবে কি না তা না বুঝেই বিয়ের সিদ্ধান্ত নেন ছেলেরা। তবে স্ত্রী সাংসারিক কিনা তা চট করে বোঝাও যায় না। বিয়ের আগে স্ত্রী সাংসারিক কিনা তা জানার জন্য এই চারটি গুণ লক্ষ্য করুন –
1. গৃহকর্ম নিপুনা – যে মেয়ে ঘরের কাজ একাই সামলাতে পারেন। সকলকে মানিয়ে নিয়ে চলতে পারেন। এবং সংসারের কাজ সুন্দর ভাবে গুছিয়ে করতে পারেন। তিনিই আসল সাংসারিক বধু।
2. স্বামীর নির্দেশ- যে স্ত্রী স্বামীর কথা মেনে চলেন, স্বামীর প্রতি কর্তব্য পালন করেন। তিনিই আসল সাংসারিক স্ত্রী।
3. স্বামীর পরিবারকে নিজের মনে করা- বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়ে সেই বাড়িকে নিজের বাড়ি ভাবতে হবে। আর শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবা ভেবে সেবা-যত্ন করতে হবে। তবেই আদর্শ সাংসারিক স্ত্রীর মর্যাদা পাওয়া যাবে।
আরও পড়ুন : স্ত্রীর মধ্যে কোন কোন গুণ খোঁজে ছেলেরা? বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আজকের পুরুষদের?
4. মিষ্টভাষী- যে স্ত্রীর কথাবার্তায় সম্মানের ছোঁয়া বা মিস্টি কথার ছোঁয়া থাকবে তাঁর স্বামী ভাগ্যবান।
আরও পড়ুন : শরীরের কোথায় তিল থাকলে বড়লোক হয়? কোথায় কোথায় তিল থাকা ভাল?