গরমের সময় দার্জিলিং যাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় বাঙালির। আবার যারা সমুদ্রপ্রেমী গরমের ছুটিতে তাদের ডেস্টিনেশন হয়ে দাঁড়ায় দীঘা-পুরী। দার্জিলিং এবং দীঘাতে মানুষের ভিড় প্রায় সারা বছরই লেগে থাকে। যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে ৯ জোড়া স্পেশাল ট্রেন চালু হল।
দার্জিলিংয়ের পথে নতুন ট্রেন
গরমের ছুটিতে অনেকেই দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন। এই সময় উত্তরের রুটে ট্রেন টিকিটে চাহিদা ব্যাপক। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ৬ জোড়া স্পেশাল ট্রেন চালু হল। এক নজরে দেখুন সেই ট্রেনগুলোর তালিকা।
- ০৩১০৫/০৩১০৬ : ০৩১০৫ ট্রেনটি প্রতি সপ্তাহের শুক্রবার শিয়ালদা থেকে সকাল ৯.০০ টায় ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে সন্ধ্যা ৭.১০ মিনিটে। ০৩১০৬ ট্রেনটি প্রতি রবিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে রাত ১২.৩০ মিনিটে। শিয়ালদা পৌঁছবে দুপুর ১ টায়।
- ১৫৬৪৩/১৫৬৪৪ : ১৫৬৪৩ ট্রেনটি প্রতি রবিবার হাওড়া স্টেশন থেকে সকাল ৭.৩০ মিনিটে ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে সন্ধ্যা ৬.৫৫ মিনিটে। ১৫৬৪৪ ট্রেনটি প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে সকাল ৮.৪০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছবে রাত ১২টায়।
- ০৩০২৭/০৩০২৮ : ০৩০২৭ ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া থেকে রাত ১১.৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির দিকে যাবে। ট্রেনটি সকাল ১০.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছবে। ০৩০২৮ ট্রেনটি প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২.৪৫ মিনিটে। রাত ১২.১০ মিনিটে হাওড়াতে পৌঁছবে।
- ০৫৬৪০/০৫৬৩৯ : ০৫৬৪০ ট্রেনটি প্রতি শুক্রবার দুপুর ৩.০০ টের সময় কলকাতা স্টেশন থেকে শিলচর হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ভোর ৩.৩০ মিনিটে। ০৫৬৩৯ ট্রেনটি প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে ১২.৪০ মিনিটে ছাড়বে। কলকাতায় পৌঁছবে দুপুর ১টার সময়।
- ০২৫১৭/০২৫১৮ : ০২৫১৭ কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি রাত ৯.৪০ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল ৭.৪৫ মিনিটে। ০২৫১৮ ট্রেনটি প্রতি রবিবার ভোর ৪.৩৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ও কলকাতায় পৌঁছবে দুপুর ২.৩০ মিনিটে।
- ০২৫০১/০৫৯৩২ : ০২৫০১ কলকাতা স্টেশন থেকে প্রতি রবিবার রাত ৯.৪০ মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল ৭.৪৫মিনিটে। ০৫৯৩২ ট্রেনটি প্রতি রবিবার দুপুর ১২.৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে এবং ১২.১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। এই ট্রেনটি কলকাতা এসে পৌঁছবে পরদিন দুপুর ১১ টার সময়।
আরও পড়ুন : বাংলায় ফের নতুন রুটে চালু হচ্ছে মেট্রো! নতুন চমক দিল কলকাতা মেট্রো
দীঘার জন্য নতুন ট্রেন
দীঘার জন্য তিন জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে,
- ০৩৪৬৫/০৩৪৬৬ : এই ট্রেন প্রত্যেক শনিবার মালদা টাউন থেকে দুপুর ১.২৫ মিনিটে দীঘার দিকে যাত্রা শুরু করবে। ০৩৪৬৬ প্রত্যেক রবিবার ভোর ৫.০০টার সময় দীঘা থেকে মালদা টাউনের দিকে ছাড়বে।
আরও পড়ুন : নামমাত্র ভাড়ায় জুড়ে গেল হাওড়া থেকে বিষ্ণুপুর! চালু হল স্পেশাল ট্রেন
- ০২৮৯৭ : ০২৮৯৭ রবিবার সাঁতরাগাছি থেকে সকাল ৮.১০ মিনিটে ছেড়ে দীঘার দিকে যাবে।
- ০২৮৪৭ : প্রত্যেক শনিবার সকাল ৯.১০ মিনিটে সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। ০২৮৯৭ ও ০২৮৪৭ ট্রেন দুটি শনিবার এবং রবিবার দুপুর ১.১০ মিনিটে দীঘা থেকে সাঁতরাগাছির দিকে রওনা দেবে।