বাড়ি বাড়ি ফ্রীতে Wi-Fi দিচ্ছে BSNL! Jio, Airtel-এর মাথায় হাত

বর্তমানে ইন্টারনেট ছাড়া কার্যত এক মুহূর্তও চলা অসম্ভব। পড়াশোনা, কাজকর্ম কিংবা দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য ইন্টারনেট লাগবেই। আগে মোবাইল ইন্টারনেটেই কাজ চলতো। তবে এখন ওয়াইফাইয়ের আনলিমিটেড ইন্টারনেট দরকার পড়ে। এবার সরকারের তরফ থেকে বাড়িতে বাড়িতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হচ্ছে। কীভাবে আবেদন করবেন?

এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়াকে টেক্কা দিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল এক অভিনব পরিকল্পনা করেছে। বাড়িতে বাড়িতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে এই সংস্থা। যারা ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবছেন তারা এই সুযোগ নিতে পারেন। কারণ এক্ষেত্রে কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না।

বিএসএনএলের কাছে আবেদন করলে তারা বিনামূল্যে মেশিন সেট আপ করে দিয়ে যাবে আপনার বাড়িতে। গত বছরে এই অফারের কথা ঘোষণা করা হয়েছিল। যার মেয়াদ শেষ হয় গত ৩১ শে মার্চ। তবে গ্রাহকদের জন্য আরও এক বছরের জন্য অফারের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে জিও, এয়ারটেলের ব্রডব্যান্ড পরিষেবা নিতে হলে ওয়াইফাই বসাতে অতিরিক্ত ইনস্টলেশন চার্জ দিতে হয়। তবে বিএসএনএলে ওয়াইফাই বসানোর খরচ নেই।

আরও পড়ুন : Airtel-Vi ফেল! সবথেকে সস্তায় হাইস্পিড আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Jio -এর এই ব্রডব্যান্ড

কীভাবে করবেন আবেদন?

যারা বিএসএনএলের ওয়াইফাই পরিষেবা নিতে চাইছেন তাদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। www.bsnl.co.in ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দমত প্ল্যান বেছে নিতে পারেন। কেবিল, অন্যান্য ইকুইপমেন্টের জন্য কিংবা ইনস্টলেশন চার্জ বাবদ একটা টাকাও খরচ করতে হবে না। আবেদন করার পর ফ্রি-তেই ওয়াইফাই পরিষেবা পৌঁছে যাবে আপনার বাড়িতে।

আরও পড়ুন : ৫০ দিনের সাবস্ক্রিপশন ফ্রি! দুর্দান্ত সুবিধা দিচ্ছে Jio AirFiber

বিএসএনএলের ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবাতে ফ্রি ইনস্টলেশন পাওয়া যাচ্ছে। অনলাইনে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আপনার ঠিকানা এবং সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। তারপর নিজের পছন্দমত প্ল্যান বেছে নিতে হবে। সংস্থার তরফ থেকে লোক এসে আপনার বাড়িতে ওয়াইফাই ইনস্টল করে দিয়ে যাবে।