AC-এর ব্যবহারে ভারতের কোন রাজ্য এগিয়ে? নামটা জাস্ট চমকে দেবে

এই বছর গরমের মরসুম শুরু হতে না হতেই তীব্র তাপপ্রবাহে রীতিমত ঝলসাতে শুরু করেছে বাংলা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই তাপমাত্রার পারদ চড়ছে। যার ফলে অন্যান্য বারের তুলনায় এই দফায় ঘরে ঘরে এসির ব্যবহারও বাড়বে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বেশিরভাগ রাজ্যেরই এখন একই অবস্থা। জানেন কি ভারতের রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি এসি ব্যবহৃত হয় কোথায়?

যত দিন যাচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য ঘরে ঘরে এসির সংখ্যা বাড়ছে। ভারতের কোন রাজ্যে ঘরে ঘরে এসি ব্যবহার হয়? এই উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল পঞ্চম ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। সেখান থেকে জানা গিয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ভারতের সর্বাধিক এসি ব্যবহারকারী রাজ্যের নাম।

এসি ব্যবহারের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ভারত

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতবর্ষে এসি ব্যবহারের নিরিখে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারত এগিয়ে রয়েছে। দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এসিরও ব্যবহার বাড়ছে। প্রধানত মে, জুন, জুলাই মাসে ভারতবর্ষের প্রবল তাপমাত্রা বাড়ে। অবশ্য বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে বছরের প্রায় ৮ মাস গরম থাকে ভারতে।

ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি এসি ব্যবহার হয়?

এই সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে চন্ডিগড় রাজ্যে সব থেকে বেশি এসি ব্যবহার হয়। এই রাজ্যের মানুষেরা এসি ব্যবহারের নিরিখে এগিয়ে আছেন। এখানে বলতে গেলে প্রায় ঘরে ঘরে এসি ব্যবহার হয়। সংখ্যাটা প্রায় ৭৭.৯ শতাংশ। তবে শুধু চন্ডিগড় নয়, এছাড়াও আরও একাধিক রাজ্য রয়েছে এই তালিকায়।

ভারতের কোন কোন রাজ্যে সর্বাধিক এসি ব্যবহার হয়?

চন্ডিগড়ের ঠিক পরেই স্থান রয়েছে রাজধানী দিল্লির। দিল্লিতে প্রায় ৭৪.৩ শতাংশ বাড়িতে এসি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের ৭০.২ শতাংশ বাড়িতে এসি ব্যবহার হয়। চতুর্থ স্থানে রয়েছে হরিয়ানা। এই রাজ্যের ৬১.৮ শতাংশ বাড়িতে এসি ব্যবহার হয়।

আরও পড়ুন : কত স্কয়ার ফুটের ঘরে কত টন AC লাগাতে হয়?

এসির ব্যবহার কমাবেন কীভাবে?

এসির ব্যবহার বাড়ছে মূলত তাপমাত্রা বৃদ্ধির কারণে। এই তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ আবার এসি ফ্রিজের মত ইলেকট্রনিক সামগ্রী থেকে নির্গত হাইড্রোফ্লুরো কার্বন এবং ক্লোরোফ্লুরো কার্বন। অতএব এসির ব্যবহার যত বাড়বে তত গরমও বাড়বে।

আরও পড়ুন : ১ ঘন্টা AC চললে গাড়িতে কত তেল খরচ হয়? ৯৯% মানুষ জানেন না

এর জন্য বিশেষজ্ঞরা যত বেশি সম্ভব গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। অন্ততপক্ষে বাড়ির ছাদেও বাগান তৈরি করা যেতে পারে। আবার ছাদে যদি চুনের আস্তরণ দেওয়া যায় তাহলে সেটাও গরম কমাতে সহায়তা করবে।