১ ঘন্টা AC চললে গাড়িতে কত তেল খরচ হয়? ৯৯% মানুষ জানেন না

Riya Chatterjee

Published on:

How Long AC Will Run In Car With 1 Liter Of Oil

এই প্রচন্ড গরমে শুধু বাড়িতে নয়, গাড়িতেও এসি ছাড়া চলা মুশকিল। কারণ প্রচন্ড গরমে যারা এসি ছাড়া গাড়ি চালান তারাই একমাত্র কষ্টটা টের পান। গাড়িতে এসি লাগানো থাকলে গরমের কষ্টটা কমে। তবে গাড়িতে অনেকক্ষণ এসি চললে কত লিটার তেল খরচ হয় জানেন? এসি ১ ঘন্টা চললে কত লিটার তেল খরচ করে? জানুন।

গাড়িতে এসি চালু রাখার অর্থ হল গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়বে। স্বাভাবিকভাবেই এতে তেল খরচ হবে। গাড়ি চলার পাশাপাশি এসি চালালেও অতিরিক্ত তেল খরচ হবে। ইঞ্জিন যত বেশি চলবে, যত বেশি শক্তি খরচ করবে তত বেশি তেল খরচ হবে। গাড়িতে ১ ঘন্টা এসি চালালে ঠিক কতখানি তেল পোড়ে জেনে রাখুন সেই হিসেব।

১ লিটার পেট্রোলে AC গাড়ি কত কিমি যায়?

গাড়িতে AC চালু থাকলে অন্য সময়ের তুলনায় ৪ থেকে ১০ শতাংশ অতিরিক্ত পেট্রোল ও ডিজেল খরচ হয়। এতে প্রতি ১০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রোল খরচ হয়। অর্থাৎ ১ লিটার পেট্রোল খরচ করে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত রাস্তায় গাড়িতে AC চালানো যাবে।

আরও পড়ুন : এই মোডে চালান AC, হু হু করে কমবে Electric বিল

১ ঘন্টা এসির জন্য কত পেট্রোল লাগে?

একটি সমীক্ষায় দেখা গিয়েছে ১ ঘণ্টা মারুতি বোল্যানো গাড়িতে AC চালানোর পর ১.৬৬ লিটার পেট্রোল খরচ হয়। কলকাতার হিসেবে বর্তমানে প্রতি লিটার পেট্রল কিনতে ১০৪ টাকা খরচ হয়। প্রতি লিটার ডিজেলের খরচ ৯১ টাকা। যদিও দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম আলাদা আলাদা ভাবে ধার্য হয়।

আরও পড়ুন : কত স্কয়ার ফুটের ঘরে কত টন AC লাগাতে হয়?

আসলে গাড়ির কোম্পানি এবং ইঞ্জিনের ক্ষমতা অনুসারে AC চলার জন্য পেট্রোল বা ডিজেলের খরচ আলাদা আলাদা হতে পারে। আবার শহর ভেদে পেট্রল ও ডিজেলের দামও আলাদা। কাজেই একজন ব্যক্তি কোন কোম্পানির গাড়ি ব্যবহার করছেন এবং তিনি কোন শহরে রয়েছেন তার উপর নির্ভর করবে গাড়িতে AC চালানোর জন্য তার ঠিক কত টাকা খরচ হবে।