ট্রেনের টিকিটে PQWL, RSWL, GNWL কোড লেখা থাকে কেন? কোন কোডের অর্থ কী?

দূরপাল্লার ট্রেন হোক কিংবা দৈনন্দিন যাতায়াতের জেনারেল কামরা, ট্রেনে উঠতে গেলে টিকিট তো কাটতেই হবে। এই ট্রেন টিকিটের গায়ে বেশ কিছু কোড লেখা থাকে। যেমন PQWL, RSWL, GNWL ইত্যাদি। এই কোড গুলোর অর্থ কী জানেন? কোন কোড কোন অর্থ বোঝায়? জেনে নিন বিস্তারিত।

ভারতীয় রেল টিকিটের বিভিন্ন কোডের অর্থ কী?

CNF

টিকিটের গায়ে CNF লেখা থাকার অর্থ হল যাত্রীর টিকিট বুকিং কনফার্ম হয়েছে। সংরক্ষিত আসনের টিকিট বুক করার পর CNF লেখা যদি থাকে টিকিটের গায়ে তাহলে বুঝে নিতে হবে ওই যাত্রীকে ওয়েটিং লিস্টে রাখা হয়নি। তিনি সরাসরি যাত্রার জন্য কনফার্ম টিকিট পেয়ে গিয়েছেন।

RQWL

সংরক্ষিত টিকিট বুক করার পর RQWL লেখা যদি থাকে তাহলে তার অর্থ হল প্রান্তিক দুটো স্টেশনের মাঝে অন্য কোনও দুটি স্টেশনের মধ্যে যাত্রা হবে। RQWL টিকিটের অর্থ হলো সাধারণ বা পুলড কোটার অন্তর্ভুক্ত নয় এই টিকিট। আপাতত ওয়েটিং লিস্টে রয়েছেন ওই যাত্রী এমনটাই বোঝানো হয়।

RLWL

যদি কোনও ট্রেনের যাত্রা পথে কোনও বিখ্যাত শহর থাকে তাহলে সেই শহরের কাছাকাছি স্টেশনের টিকিট বুক করলে যদি ওয়েটিং লিস্টে নাম থাকে তাহলে RLWL লেখা থাকবে টিকিটে।

PQWL

যাত্রার শুরুর স্টেশন থেকে যাত্রা শেষ হওয়ার আগেই যদি অন্য কোনও স্টেশনে যাত্রী নেমে যান, এরকমভাবে টিকিট বুক করা হলে ওয়েটিং লিস্টে যদি সেই টিকিট থাকে তাহলে PQWL লেখা থাকবে।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

RSWL

যদি যাত্রা শুরু হওয়ার পর মাঝখানের কোনও স্টেশন থেকে যাত্রী টিকিট বুক করে থাকেন এবং তার নাম যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে RSWL কোড লেখা থাকবে টিকিটে।

CKWL/TKWL

যে যাত্রীরা তৎকাল কোটার টিকিট বুক করেছেন এবং টিকিট বুক করার পর তাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে টিকিটের গায়ে CKWL/TKWL লেখা থাকবে।

আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটে কীভাবে AC কোচে যাবেন? জেনে নিন নিয়ম

GNWL

সাধারণ ওয়েটিং লিস্টের ক্ষেত্রে টিকিটের গায়ে GNWL লেখা থাকে। এই ধরনের কোডযুক্ত টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।