আপনি কি ভারতীয় রেলের নিত্যযাত্রী? কিংবা কাজের প্রয়োজনে বা ভ্রমণের স্বার্থে রেলে সফর করে থাকেন? তাহলে আপনার জন্য ভারতীয় রেলের তরফ থেকে রয়েছে একটি বড় সুখবর। ট্রেন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। এবার থেকে চালু হতে চলেছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট সিস্টেম। এতে কী কী সুবিধা পাবেন আপনি জেনে নিন।
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীদের যাতে টিকিট নিয়ে হয়রান হতে না হয় তার জন্যই চালু করা হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট সিস্টেম। ভারতীয় রেলের সঙ্গে এই উদ্যোগে হাত মিলিয়েছে ইন্ডিয়ান ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এবং রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। আপাতত রাজধানী দিল্লিতে এই উদ্যোগের প্রথম ধাপ চালু করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার যে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগ নিয়েছে তাতে কিউআর কোড দেওয়া টিকিট প্রথা চালু করা হচ্ছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপাতত কিউআর কোড দেওয়া টিকিটের বিটা ভার্সন চালু করা হবে। আপনি আইআরসিটিস এর ওয়েবসাইট অ্যান্ড্রয়েড ভার্সন বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন।
আরও পড়ুন : স্লিপারের টিকিট কেটে কীভাবে AC কোচে যাবেন? জেনে নিন নিয়ম
আরও পড়ুন : বদলে যাবে বাংলার একাধিক রেল স্টেশনের চেহারা! বিরাট ঘোষণা রেলের
এছাড়া জানানো হয়েছে যে এই টিকিট কেটে দিল্লি মেট্রোতেও যাতায়াত করা যাবে। এখন দিল্লি মেট্রোতে যাওয়ার জন্য টিকিট কাটলে কেবল সেই দিনেরই বৈধতা পাওয়া যায়। এবার থেকে আপনি চাইলে ১২০ দিন আগে থেকেও টিকিট কাটতে পারবেন। দিল্লি মেট্রোর টিকিট কাটলে প্রত্যেক যাত্রীকে আলাদা আলাদা কিউআর কোড দেওয়া হবে। সেই সঙ্গে ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ পাবেন। যার ফলে আপনাকে আর টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে না। কালক্রমে গোটা দেশে এই ব্যবস্থা চালু হয়ে যাবে।