12 Coaches Local Trains In Sealdah Division : বিগত কয়েক বছরে ভারতীয় রেল পরিবহন ব্যবস্থাতে একাধিক পরিবর্তন এসেছে। তবে আগামী দিনে আরও নিত্যনতুন সুবিধা দেওয়া হবে যাত্রীদের। শুধু বন্দে ভারত, এক্সপ্রেস ট্রেনের জন্য নয়, লোকাল ট্রেনের যাত্রীরাও এরপর থেকে পাবেন বিশেষ সুবিধা। তাই পূর্ব রেল নিল বিশেষ পদক্ষেপ। যার ফলে শিয়ালদহ শাখার ৩ টে লাইনে ১২ বগিযুক্ত লোকাল ট্রেন চলাচল করবে এবার থেকে।
কী সুবিধা পাবেন লোকাল ট্রেনের যাত্রীরা?
পূর্ব রেলের শিয়ালদহ শাখাতে ৯ বগিযুক্ত লোকাল ট্রেন চলাচল করত এতদিন। ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার নিরিখে তা যথেষ্ট ছিল না। যার ফলে ভিড় ঠেলাঠেলি করে যাতায়াত করতে হত যাত্রীদের। যাত্রীদের হয়রানি কমাতে বদ্ধপরিকর ভারতীয় রেল। সেই কারণেই ৯ কামরার লোকাল ট্রেনের বদলে ১২ কামরার ট্রেন চলাচল করবে শিয়ালদহ লাইনে।
পূর্ব রেলের নতুন ঘোষণা
পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে শিয়ালদহ শাখাতে লোকাল ট্রেনে কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে তার বাস্তবায়ন ছিল বেশ কষ্টসাধ্য কাজ। কারণ ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ালে দৈর্ঘ্য বাড়বে। অথচ শিয়ালদহ মেন এবং উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্য অত বড় নয়। তবে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ এখন শেষের পথে।
আরও পড়ুন : বদলে যাবে বাংলার একাধিক রেল স্টেশনের চেহারা! বিরাট ঘোষণা রেলের
কবে চালু হবে ১২ কামরার লোকাল ট্রেন?
৪ নম্বর প্ল্যাটফর্মের কাজ প্রায় শেষ হয়ে এলেও এখন ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। ৫ নম্বর প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হলে তবেই এইসব লাইনে ১২ কামরার ট্রেন চলাচল করবে। আগামী ১ মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী পূর্ব রেল।
আরও পড়ুন : ভারতীয় রেলে কত ধরনের ওয়েটিং লিস্ট হয়? কোনটায় কী কী সুবিধা
আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। তারপর নতুন সরকার গঠন হবে। সরকার গঠন হওয়ার পর শিয়ালদহ লাইনের কাজ শেষ হতে হতে জুনের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ কেটে যাবে। অর্থাৎ ১ মাস পর শিয়ালদহের সমস্ত শাখায় ৯ কামরার বদলে ১২ কামরার লোকাল ট্রেন চলাচল করবে।