How to check HS Result 2024 West Bengal : উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হতে আর খুব বেশি দেরি নেই। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন পরীক্ষার ৯০ দিনের মাথাতেই বের হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অর্থাৎ আগামী মে মাসেই প্রকাশ পাবে রেজাল্ট। তবে এখন আর উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানার জন্য আগের মত স্কুলের ভরসাতে থাকতে হয় না। বাড়িতে বসে অনলাইনেও আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন। কীভাবে? দেখে নিন।
ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে পাবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
- এর জন্য wbchse.wb.gov.in অথবা ও www.wbresults.nic.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
- এরপর West Bengal Higher Secondary Examination Result 2024 অপশনে ক্লিক করতে হবে।
- যে নতুন পেজ আপনার সামনে খুলে যাবে তাতে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।
- Submit অপশনে ক্লিক করুন।
- পরের পেজে আপনাকে উচ্চ মাধ্যমিকের ফলাফল ও প্রাপ্ত নম্বর দেখিয়ে দেওয়া হবে।
- পাশে থাকা Download অপশনে ক্লিক করে আপনি রেজাল্ট ডাউনলোড করে ফেলতে পারবেন মোবাইলে। তারপর প্রিন্ট করিয়ে নিতে পারবেন।
SMS -এর মাধ্যমে কীভাবে জানবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
- 5676750 বা 58888 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
- মেসেজে লিখতে হবে WB12, তারপর স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখে দিয়ে সেন্ড করুন।
- SMS -এর মাধ্যমে আপনাকে রেজাল্ট জানানো হবে।
অ্যাপের মাধ্যমে কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট?
- গুগল প্লে স্টোর থেকে WBCHSE Results অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।
- নির্ধারিত দিনে অনলাইনে পরীক্ষার ফল প্রকাশ হলে অ্যাপ্লিকেশন খুলে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
- ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : কবে বের হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? এলো বড় আপডেট
কবে বেরোবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার কাজ প্রায় হয়ে এসেছে। অনলাইনে এখন পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো পোর্টালে আপডেট করার কাজ চলছে। ২৯ শে ফেব্রুয়ারি শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার ৯০ দিনের মাথায় অর্থাৎ মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে রেজাল্ট বেরোতে পারে। ছাত্রছাত্রীরা পোর্টাল থেকে রেজাল্ট জেনে নিতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।