সোনিয়া গান্ধীর নাতি, প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে কী করে জানেন?

রায়হান বঢরা, নামটা নিশ্চয়ই আপনার চেনা নয়? তবে তার গোটা পরিবারকে কিন্তু বেশ চেনেন আপনি। জাতীয় স্তরের রাজনীতিতে ভারত কোনদিনই ভুলবে না তার মামার বাড়ির নাম। এমনকি এখন অ্যানিমেল ফটোগ্রাফি দুনিয়ার মানুষেরা রায়হান বঢরার নামের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। রায়হান আর কেউ নন, কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে।

প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তান

প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ে হয়েছিল রবার্ট বঢরার সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। ছেলের নাম রায়হান, আর মেয়ের নাম মিরায়া। ইদানিং মা এবং মামা রাহুল গান্ধীর সঙ্গেও রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে তাকে। ভারত জোড়ো মা এবং মামার সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছিলেন তিনি। তখন থেকেই তার সম্পর্কে জানার জন্য আগ্রহ বাড়তে থাকে সাধারণের মনে।

Raihan Vadra

রায়হান বঢরার ছোটবেলা ও পড়াশোনা

রায়হানের জন্ম ২৯ শে আগস্ট ২০০০ সালে। তিনি জন্মগ্রহণ করেছেন দিল্লি শহরে। রায়হান এখন ২৩ বছর বয়সী পূর্ণবয়স্ক যুবক। তিনি তার পড়াশোনা শেষ করেছেন দিল্লি, দেরাদুন এবং লন্ডন থেকে। দেরাদুন স্কুলে তার নাম ছিল রায়হান রাজিব বঢরা। তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দাদু রাজীব গান্ধীর নাম। তবে তিনি কিন্তু রাজনীতি থেকে শত হস্ত দূরেই থাকেন তার নিজের ফটোগ্রাফির দুনিয়াতে।

রায়হান বঢরার ফটোগ্রাফি

লন্ডনের এসওএএস ইউনিভার্সিটিতে পড়েছেন রায়হান। তবে ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি তার আকর্ষণ ছিল খুব বেশি। মাত্র ১০ বছর বয়স থেকে ছবি তোলার প্রতি আগ্রহ জন্মায় রায়হানের মনে। এর জন্য অবশ্য তিনি ছোটবেলায় মায়ের থেকেই টিপস পেয়েছেন। বন এবং বন্যজীবনের প্রতি অনেক কৌতূহল ছিল তার ছোট থেকেই। তবে তার বিশেষ আকর্ষণ রয়েছে বাঘের উপরে। নিউইয়র্কে তিনি দুই সপ্তাহের ফটোগ্রাফি কোর্স করেন।

আরও পড়ুন : লোকসভা ভোটে জিতবে কে? কি হবে ফলাফল? প্রকাশ্যে এল সমীক্ষার রেজাল্ট

 

View this post on Instagram

 

A post shared by Raihan (@raihanrvadra)

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

রায়হানের তোলা ছবি বিভিন্ন এক্সিবিশনে স্থান পায়। তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও বাঘের অনেক ছবি রয়েছে। যেগুলো তার নিজের হাতেই তোলা। রণথম্বোরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেছিলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে পরিবারের রীতি মেনে আগামী দিনে রাজনীতিতে আসবেন কিনা সেটাই এখন দেখার।