২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু হতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। ভোট শুরু হওয়ার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভোট সমীক্ষার ফলাফল। বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার তরফ থেকে যে জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হচ্ছে তা বেশ চাঞ্চল্যকর। সম্প্রতি Tv9, Peoples Insight, Polstrat যে সমীক্ষা চালিয়েছিল তাতে প্রকাশ পেয়েছে দেশের মানুষের মতামত। কী বলছে এই সমীক্ষা? দেখুন এক নজরে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল
এই বছর ৪০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। NDA জোট ৩৬২টি আসনে জয় লাভ করতে পারে। এর মধ্যে বিজেপি ৩১৯ টি আসনে একাই দখল করবে। বাকি জোট সঙ্গীরা ৪৩ টি আসন পাবেন। ইন্ডিয়া জোটের জয় রথ ১৪৯ টি আসনে গিয়ে থেমে যাবে। এর মধ্যে ৪৯ টি আসন কংগ্রেস পাবে। অন্যান্য শরিকি দলগুলো ৩২ টা আসন পাবে।
উত্তরপ্রদেশের সম্ভাব্য ফলাফল
উত্তরপ্রদেশের ৮০ টা লোকসভা কেন্দ্রের মধ্যে ৬৮ টা আসন পাবে NDA। যার মধ্যে বিজেপি পাবে ৬৪ টা। কংগ্রেস ১২ টা আসন পেতে পারে। সমাজবাদী পার্টি পেতে পারে ১১টা আসন। বহুজন সমাজ পার্টি উত্তর প্রদেশে একটাও আসন পাবে না।
পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল
পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৪২ টা আসনের মধ্যে বিজেপি ২০ টা আসন পাবে। তৃণমূল পাবে ২১ টি আসন। কংগ্রেস একটি আসনে জিততে পারে বলে মনে করা হচ্ছে।
বিহারের সম্ভাব্য ফলাফল
বিহারে লালু প্রসাদ যাদবের দুই মেয়ে পাটলিপুত্র এবং সরান আসনে পিছিয়ে আছেন। পূর্ণিয়ার আসনটি নির্দল পাপ্পু যাদব পেতে পারেন। NDA এখানে ৪০ টা আসনের মধ্যে ৩১ টা আসন পেতে পারে। ইন্ডিয়া জোট পাবে ৮টি আসন।
দক্ষিণ ভারতের সম্ভাব্য ফলাফল
গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরলে বিজেপি একটিও আসনে জিততে পারেনি। তবে এবার এখান থেকে বিজেপি তিনটি আসন পাবে। কংগ্রেস এখানে ১১ টি আসন পেতে পারে। আইইউএমএল ২টি ও আরএসপি একটি করে আসন পেতে পারে। অন্যদিকে অন্ধপ্রদেশে ২৫ টি আসনের মধ্যে বিজেপি জিতবে ২ টো। বিজেপি-টিডিপির জোট ৮টি আসনে জিতবে।
তামিলনাড়ুর সম্ভাব্য ফলাফল
বিজেপি কর্নাটকের ২৮ টি আসনের মধ্যে ২০ টা আসনে জিতবে। জেডিএস এর জোট তিনটে আসন পাবে। কংগ্রেস ৫টা আসন পাবে। তামিলনাড়ুতে ৩৯ টি আসনের মধ্যে বিজেপি ২ টো, ডিএমকে ১৮ টা এবং কংগ্রেস ৯ টা আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে।
অসম এবং উড়িষ্যার সম্ভাব্য ফলাফল
অসমের ১৪ টি আসনের মধ্যে কংগ্রেস ১১ টি আসন পাবে। এজিপি একটি এবং অন্যান্যরা একটি আসন পাবে। ওড়িশার ২১ টি আসনের মধ্যে বিজেপি ১৪ টা দখল করবে। বিজেপি ৬ টা এবং কংগ্রেস একটা আসনে জিতবে।
আরও পড়ুন : বাংলার ৪২ আসনে কে কোথায় জিতবে? ভোটের আগেই দেখুন সমীক্ষার ফলাফল
ঝাড়খন্ড এবং ছত্রিশগড়ের সম্ভাব্য ফলাফল
ঝাড়খন্ডের ১৪ টা আসনের মধ্যে বিজেপি ১২ টা আসন পাবে। ছত্রিশগড়ের ১১ টা আসন যাবে বিজেপির দখলে। এমনকি এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও হেরে যাবেন বলে অনুমান করা হচ্ছে।
পাঞ্জাবের সম্ভাব্য ফলাফল
পাঞ্জাবে আম আদমি পার্টি ৮ টি আসন জিততে পারে। বিজেপি ৪ টি ও শিরোমণি অকালি দল একটি আসনে জিতবে।
আরও পড়ুন : আপনার এলাকার ভোট প্রার্থীর কোন কোন ক্রিমিনাল রেকর্ড আছে জেনে নিন এইভাবে
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লির সম্ভাব্য ফলাফল
হিমাচল প্রদেশে ৮ টা, উত্তরাখণ্ডে ৫ টা, দিল্লিতে ৬ টা আসন বিজেপি পাবে। আম আদমি পার্টি পূর্ব দিল্লিতে একটা মাত্র আসন পেতে পারে। কংগ্রেস কোনও আসন পাবে না।
রাজস্থানের সম্ভাব্য ফলাফল
রাজস্থানে ২৫ টা লোকসভা আসন বিজেপি পেতে পারে। কংগ্রেস দুটো আসন পেতে পারে। আরএলটিপি একটা আসন পাবে। গুজরাট এবং মধ্যপ্রদেশের ২৬ এবং ২৯টা আসনের মধ্যে বিজেপি সবকটি আসনে জিতবে।
আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং
জম্বু-কাশ্মীরের সম্ভাব্য ফলাফল
জম্বু-কাশ্মীরের ৫ টি আসনের মধ্যে বিজেপি দুটো আসন পেতে পারে।