ক্ষমতায় এলে কী কী করবে তৃণমূল? প্রকাশ্যে এল নির্বাচনী ইশতেহার

Riya Chatterjee

Published on:

Trinamool Congress Declares Election Manifesto

নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। ২০২৪ এর লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক ২ দিন আগে ভোটের ইশতেহার প্রকাশ করল তৃণমূল। তৃণমূল ভবনে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ‘দিদির শপথ’ থেকে ১০ টি প্রতিশ্রুতি পাঠ করেছেন। কী কী প্রতিশ্রুতি রয়েছে এতে?

Trinamool Congress Lok Sabha Election Manifesto

১০০ দিনের কাজ থেকে শুরু করে বিনামূল্যে রেশন, সিলিন্ডার, সিএএ-এনআরসি, আবাস যোজনায় পাকা বাড়ি, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির জন্য বৃত্তি থেকে শুরু করে বার্ধক্য ভাতা বৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের প্রকাশিত এই ইশতেহার পত্রে। তৃণমূল ইশতেহারে বলেছে,

  • ১০০ দিনের কাজের গ্যারান্টি : দেশের জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। সেই সঙ্গে দেশের সব শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৪০০ টাকা করা হবে।
  • পাকা বাড়ির সুবিধা : তৃণমূল জানিয়েছে ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।
  • বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার : দেশের প্রত্যেক বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বছরে ১০টি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
  • বিনামূল্যে রেশন : দেশের প্রত্যেক রেশন উপভোক্তাকে প্রতি মাসে ৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে। এমনকি মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
  • বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি : প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির জন্য তপশিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির উচ্চশিক্ষার বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের বেশি বয়স্কদের বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে ১ হাজার টাকা করা হবে প্রতি মাসে। অর্থাৎ তারা বছরে ১২ হাজার টাকা পাবেন।
  • কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান : স্বামীনাথান কমিশনের সুপারিশ অনুযায়ী দেশের সব কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনি গ্যারান্টি দেবে তৃণমূল। ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি ধার্য হবে।
  • পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ : পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণ করা হবে। প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন : ভোটের দিন এই কাজ না করলেই মিলবে শাস্তি, হবে মোটা টাকার জরিমানা

  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা : ২৫ বছর পর্যন্ত দেশের সব স্নাতক এবং ডিপ্লোমাধারী যুবক ও যুবতীরা ১ বছরের ইন্টার্নশিপ প্রশিক্ষণ পাবেন। ইন্টার্নশিপ চলাকালীন মাসে বৃত্তি পাবেন তারা। উচ্চ শিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পেতে পারবেন।
  • সিএএ-এনআরসি : সিএএ, এনআরসি বন্ধ করে দেবে তৃণমূল। দেশের কোথাও অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করা হবে না।

আরও পড়ুন : বাংলার ৪২ আসনে কে কোথায় জিতবে? ভোটের আগেই দেখুন সমীক্ষার ফলাফল

  • জনদরদি প্রকল্প : বাংলার কন্যাশ্রী প্রকল্পের মত দেশজুড়ে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বছরে ১ হাজার টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মত দেশের সব মহিলাকে মাসে আর্থিক সহায়তা করা হবে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের বদলে উন্নততর স্বাস্থ্য সাথী বীমা প্রদান করা হবে। যেখানে ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা মিলবে।