ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে LIC -তে বিনিয়োগ করেন অনেকেই। বিভিন্ন পলিসির মাধ্যমে LIC বিভিন্নভাবে সুবিধা দেয় বিনিয়োগকারীদের। পেনশন হোক বা মাসিক ইনকাম, সব ক্ষেত্রেই বিনিয়োগের উপর বেশ ভালো রিটার্ন দেয় এই সংস্থা। তবে LIC তে যে টাকা জমা রাখা হয় সেই টাকার আসলে কী হয়? গ্রাহকদের রিটার্ন দেওয়ার জন্য অতিরিক্ত টাকা আসে কোথা থেকে?
How LIC works
LIC আসলে রিটার্ন দেওয়ার জন্য জমাকৃত টাকা বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করে। যেমন বিভিন্ন বন্ড, ইকুইটি শেয়ার, মিউচুয়াল ফান্ড, সহায়ক সংস্থা, ঋণ সিকিউরিটি ইত্যাদি খাতে টাকার বিনিয়োগ হয়। জমা হওয়া টাকার পরিমাণের ৬৭ শতাংশ বিভিন্ন বন্ডে শেয়ার করা হয়। ইকুইটি শেয়ারে ৪.৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে।
How LIC Invests Your Money
এছাড়া বিভিন্ন সম্পত্তিতে LIC ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। অবশিষ্ট অর্থ মিউচুয়াল ফান্ড, সহায়ক সংস্থা এবং অন্যান্য ঋণ সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগ থেকে যে লভ্যাংশ পাওয়া যায় সেটার থেকেই LIC তাদের ফান্ডে বিনিয়োগকারীদের টাকা রিটার্ন করতে পারে।
আরও পড়ুন : LIC -র সেরা ৫টি প্ল্যান, ভবিষ্যতের চিন্তা দূর করতে এখুনি দেখুন
What does LIC do With Your Money
বর্তমানে LIC তে এক লক্ষেরও বেশি কর্মচারী কাজ করছেন। গোটা দেশ জুড়ে তাদের ১৩ লক্ষ এজেন্ট কাজ করছেন। সংখ্যাটা ভারতের সব সংস্থার বিমা এজেন্টের প্রায় ৫৫ শতাংশ। বর্তমানে LIC এর বিনিয়োগ প্রকল্পের দুটো অপশন পাওয়া যায়। এরমধ্যে একটি হল ফ্লেক্সি গ্রোথ ফান্ড ও অপরটি ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড।
আরও পড়ুন : ৫ বছরেই টাকা ডাবল! LIC-র এই স্কিমে টাকা রাখলেই মালামাল
LIC তে এনডাউমেন্ট, টার্ম ইন্স্যুরেন্স, চিলড্রেন, পেনশন, মাইক্রো ইন্স্যুরেন্সের অধীনে প্রায় ২৮-২৯ কোটি টাকার পলিসি রয়েছে। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাজারে LIC এর শেয়ার ছিল ৫৮.৯ শতাংশ। এক বছর আগে অবশ্য এই শেয়ার ছিল ৬৫.৪ শতাংশের।