বদলে গেল Paytm -এ টাকা পাঠানোর নিয়ম, এবার নতুন নিয়মে পাঠাতে হবে টাকা

RBI -এর থেকে ধাক্কা খাওয়ার পরেও বাজার ধরতে মরিয়া পেটিএম সংস্থা। আপাতত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে UPI পরিষেবা দিতে পারবে এই সংস্থা। তার জন্য ৪ টে ব্যাঙ্কের সহায়তা নিয়েছে এই সংস্থা। প্রত্যেকটি ব্যাঙ্কের জন্য আলাদা আলাদা UPI আইডি ইনিশিয়াল ব্যবহার করতে হবে। জেনে নিন কোন ব্যাঙ্কের জন্য কোন UPI আইডি ব্যবহার করতে হবে।

গত ২৯ শে ফেব্রুয়ারি RBI পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকেই কার্যত গ্রাহকদের মনে দুশ্চিন্তা বাড়ছিল। ১৫ই মার্চের পর এই ফিনটেক কোম্পানিকে যাবতীয় লেনদেন বন্ধের নির্দেশ দেয় RBI। যদিও পেটিএম অবশ্য পরবর্তী পদক্ষেপ শুরু করে দিয়েছে। পেটিএম তাদের UPI আইডি অন্যান্য ব্যাঙ্কে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে।

কোন কোন ব্যাঙ্কের সহায়তা নিচ্ছে পেটিএম?

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NPCI -য়ের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে পেটিএম। এবার Axis ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Yes ব্যাঙ্কে গ্রাহকদের ট্রান্সফার করে দেবে পেটিএম। গ্রাহকদের অতি দ্রুত এই স্থানান্তর প্রক্রিয়া সেরে ফেলতে হবে।

কত দিনের মধ্যে স্থানান্তর করতে হবে?

পেটিএম এর তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট ডেডলাইন এখনও সেট করা হয়নি। তবে গ্রাহকের যত তাড়াতাড়ি সম্ভব অন্যান্য ব্যাঙ্কে স্থানান্তর করার পরামর্শ দিয়েছে সংস্থা।

কীভাবে অন্যান্য ব্যাঙ্কে UPI স্থানান্তর করবেন গ্রাহকেরা?

৪ টি আলাদা আলাদা ব্যাঙ্কের জন্য আলাদা আলাদা UPI আইডির ইনিশিয়াল ব্যবহার করতে হবে গ্রাহকদের।‌ তারা কীভাবে কী করবেন সেই সংক্রান্ত তথ্য UPI অ্যালার্ট মারফত পেটিএম থেকে পাচ্ছেন। এক নজরে দেখে নিন কোন ব্যাঙ্কের জন্য কোন UPI ইনিশিয়াল ব্যবহার করতে হবে।

ব্যাঙ্কের নামUPI আইডি ইনিশিয়াল
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)@ptsbi
HDFC ব্যাঙ্ক@pthdfc
Axis ব্যাঙ্ক@ptaxis
Yes ব্যাঙ্ক@ptyes