এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার প্রয়োজন পড়ে না। যাত্রীরা চাইলে অনলাইনে ঘরে বসেও ট্রেন টিকিট বুক করতে পারবেন। শুধু নিত্যদিনের যাতায়াতের জন্য নয়, এবার আপনি অনলাইনে ঘরে বসে মান্থলি টিকিট বুক করতে পারবেন। কীভাবে? জেনে নিন পদ্ধতি।
যাদের প্রত্যেকদিন একই রুটে যাতায়াত করতে হয় তাদের রোজ টিকিট না কেটে এক মাসের জন্য টিকিট কেটে নেওয়াটাই ভালো। এক্ষেত্রে মান্থলি টিকিট বুক করে নিতে হয়। মান্থলি, কোয়াটারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি টিকিট কাটার অপশন রয়েছে ট্রেনের। এর মধ্যে বেশিরভাগ মানুষ মান্থলি টিকিট কাটতে পছন্দ করেন। একে বলে সিজন টিকিট বুকিং।
মান্থলি টিকিট অফলাইনে কাটা যায় আবার অনলাইনেও কাটা যায়। অফলাইনে আপনি নিকটবর্তী রেল স্টেশনে গিয়ে সিজন টিকিট বুক করতে পারবেন। অনলাইনে টিকিট বুক করতে হলে রেলের ইউটিএস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এজন্য আপনাকে ফোনে ইউটিএস এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তারপর নিজের একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
আরও পড়ুন : বদলে গেল ট্রেনের টিকিট ক্যানসেলের চার্জ! এবার থেকে দিতে হবে এত টাকা
একাউন্ট বানানো হয়ে গেলে আপনি হোম পেজে Season Ticket অপশন দেখতে পাবেন। সেই ক্যাটাগরি বেছে নিয়ে তারপর পেপারলেস কিংবা পেপার অপশন দুটির মধ্যে নিজের প্রয়োজনমতো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। এবার টিকিট বুক করার জন্য Issue Ticket অপশন ক্লিক করুন। যদি পুরনো টিকিট রিনিউ করাতে চান তাহলে Renew Ticket অপশন ক্লিক করতে হবে।
আরও পড়ুন : বাংলায় ফের নতুন রুটে চালু হচ্ছে মেট্রো! নতুন চমক দিল কলকাতা মেট্রো
আরও পড়ুন : চালু হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট সিস্টেম! কী কী সুবিধা পাবেন রেল যাত্রীরা?
পরের ধাপে আপনাকে কোন কোন স্টেশনের মধ্যে যাতায়াত করতে হবে তা বেছে নিতে হবে। এরপর মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি অপশনগুলোর মধ্যে যেকোনো একটা বেছে নিতে হবে। এবার আপনাকে নিজের পুরো ঠিকানা দিতে হবে। তারপর Get Fare অপশন ক্লিক করতে হবে। এখানে কত ভাড়া হবে তা আপনাকে দেখানো হবে। তারপর Rwallet অপশন ক্লিক করে ইউপিআই, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এভাবে আপনি ঘরে বসেই মান্থলি টিকিট রিনিউ কিংবা টিকিট বুকিং করতে পারবেন।