তৃতীয়বার ক্ষমতায় এলে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন প্রদান পরিষেবা চালিয়ে যাবে কেন্দ্র সরকার। সেই করোনার সময় থেকে দেশের ৮০ কোটি রেশন উপভোক্তা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এই সুবিধা পাচ্ছেন। আগামী দিনে দুধ-ঘি, ছানার মত দুগ্ধজাত দ্রব্যও মিলবে রেশনে। কারা উপকৃত হবেন এর থেকে? জেনে নিন বিস্তারিত।
কী কী পাওয়া যাবে নিউট্রিশন হাবে?
বর্তমানে কার্ড অনুযায়ী রেশনে বিভিন্ন খাদ্য সামগ্রী পান দেশের মানুষ। চাল, গম, ডাল শুধু নয়, আগামী দিনে রেশনে দুধ, ঘি, ছানার মত বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য রেশন দোকানে পাওয়া যাবে। এর জন্য রেশন দোকানগুলোকে নিউট্রিশন হাবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর জন্য বেশ বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কেন্দ্র।
কোন কোন রাজ্যে চালু হবে নিউট্রিশন হাব?
যতদূর জানা যাচ্ছে, কেন্দ্র সরকার আগামী দিনে কর্পোরেটের ধাঁচে রেশন দোকানগুলোকে নতুন রূপ দেবে। এর পাশাপাশি পাইলট প্রজেক্ট হিসেবে দেশের বেশ কিছু রাজ্যে অন্তত ১৫টি করে রেশন দোকানকে এই নতুন মডেলের নিউট্রিশন হাব করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং কর্ণাটকে চালু হবে এই নিউট্রিশন হাবগুলি।
আরও পড়ুন : বাড়িতে বসে কীভাবে করবেন Ration Card সংশোধন? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
বাংলাতে কবে চালু হবে নিউট্রিশন হাব?
এই প্রকল্প চালু হলে বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী পাবেন সাধারণ মানুষ। সেইসঙ্গে রেশনের ডিলাররাও বাড়তি কিছু লাভ করতে পারবেন এই খাদ্য সামগ্রী বিক্রি করে। যদিও দেশের বেশ কিছু রাজ্যে এই পাইলার প্রজেক্ট শুরু হলেও বাংলাতে এখনই নিউট্রিশন হাব চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই শোনা যাচ্ছে।
আরও পড়ুন : বদলে গেল রেশন দেওয়ার নিয়ম! বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
বাতিল হবে কয়েক কোটি রেশন কার্ড
কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষণ অনুসারে রেশনে দুর্নীতি হচ্ছে বিভিন্ন রাজ্যে। অযোগ্য হওয়া সত্ত্বেও সরকারকে ফাঁকি দিয়ে রেশন তোলা হচ্ছে জায়গায় জায়গায়। আগামী দিনে এরকম কয়েক কোটি রেশন কার্ড বাতিল করার পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে বাংলার নামও রয়েছে। বাংলাতেও রেশনে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে।