বদলে গেল প্লেন যাত্রার নিয়ম, এবার শিশুদের জন্য থাকবে বিশেষ সুবিধা

Riya Chatterjee

Published on:

New Ticket Booking Rules For Child Passengers In Airlines

ট্রেনে-বাসে হোক কিংবা প্লেনে, শিশুদের নিয়ে যাত্রা কার্যত একটু কষ্টদায়ক হয়। বিশেষ করে ট্রেনে, বাসে বা প্লেনে শিশুদের জন্য আলাদা করে সিটের ব্যবস্থা থাকে না বললেই চলে। যে কারণে সম্পূর্ণ রাস্তায় যাতায়াতে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও বেশ বিব্রত হন। তবে এবার থেকে বিমান যাত্রায় সেই চিন্তা দূর হল। শিশুদের নিয়ে বিমান যাত্রা এবার আরও সহজ এবং আরামের হবে।

সম্প্রতি ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন একটি নতুন নিয়মের কথা ঘোষণা করেছে। নতুন নির্দেশিকা অনুসারে এবার থেকে বিমানে শিশুদের জন্য আলাদা করে সিটের বন্দোবস্ত থাকবে। ১২ বছরের কম বয়সী শিশুরা তাদের যেকোনও একজন অভিভাবকের পাশে বসার সুযোগ পাবে। এতদিন এই নিয়ম চালু ছিল না।

এয়ার লাইনের এই নতুন নিয়ম কার্যত ভারতের প্রত্যেক এয়ারলাইন্সকেই মেনে চলতে হবে। তবে এক্ষেত্রে অভিভাবক এবং শিশুর পিএনআর নম্বর এক হতে হবে। এতদিন এই নিয়ম চালু না থাকার কারণে বহু সময় ১২ বছরের কম বয়সী শিশুকে বাবা-মায়ের থেকে দূরের সিটে বসতে হয়েছে। এরফলে অনেকেই অসুবিধার সম্মুখীন হয়েছেন।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

এছাড়াও ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এয়ার ট্রান্সপোর্ট সারকুলার ২০২৪ এর ১ এর কিছু পরিবর্তন এনেছে। জিরো ব্যাগেজ, পছন্দের আসন, খাবার ও পানীয়ের চার্জ, বাদ্যযন্ত্র বহনের চার্জ ইত্যাদির বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হবে। সিট বুকিংয়ের নিয়মেরও কিছু পরিবর্তন আসছে।

আরও পড়ুন : থাকা-খাওয়া ফ্রি! জলের দামে ঘুরে আসুন নেপাল, দেখুন IRCTC এর প্যাকেজ

বিমানের সিট বুকিংয়ের ক্ষেত্রে প্লেন ছাড়ার আগে ওয়েব চেক ইন এর জন্য যে যাত্রীরা কোনও আসন বেছে নেবেন না তাদের অটো সিট অ্যাসাইনমেন্টের মাধ্যমে সিট নিজে থেকেই বেছে নেওয়ার সুবিধা দেওয়া হবে।