অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র ২০ টাকায় ভরপেট খাবার দিচ্ছে ভারতীয় রেল

Riya Chatterjee

Published on:

Indian Rail Offering 20 Rupee Meal To Passengers

ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এবার আর খাবার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যাত্রীদের। কারণ রেল যাত্রীদের খাবারের বন্দোবস্ত এবার খোদ রেলই করবে। তাও আবার নিতান্তই সস্তায়, মাত্র ২০ টাকাতে! পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনে মিলবে এই সুবিধা। সঙ্গে থাকবে ঠান্ডা পানীয় জল। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। রেলের এই সিদ্ধান্তে দারুণ খুশি যাত্রীরা।

দূরপাল্লার ট্রেনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে খাওয়া-দাওয়া নিয়ে দুশ্চিন্তা করেন অনেক যাত্রী। অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে যান। এবার আর সেই ঝামেলা থাকবে না। কারণ মাত্র ২০ টাকা খরচ করলেই ভরপেট খাবার পাবেন রেলওয়ের তরফ থেকে চালু করা কিয়স্কগুলি থেকে। জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস যেখানে থামবে তার কাছাকাছি কিয়স্কগুলি রাখার ব্যবস্থা হয়েছে।

কোথায় কোথায় চালু হয়েছে?

আপাতত পূর্ব রেলের অধীনস্থ হাওড়া, বর্ধমান, রামপুরহাট, মালদা, ভাগলপুর, দুর্গাপুর, যসিডি, মধুপুর এবং আরও অনেক স্টেশনে কিয়স্কগুলি চালু করা হয়েছে। ২০ টাকার খাবারের মেনুতে একাধিক অপশন দেওয়া হচ্ছে। যাত্রীরা চাইলে কম্বো খাবারও অর্ডার করতে পারবেন।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

২০ টাকার মেনুতে কী কী খাবার থাকবে?

২০ টাকাতে মোট ৫ রকমের মেনু পাওয়া যাবে। প্রথম অপশনে, ৭টা লুচি, আলুর দম এবং আচারের প্যাকেট থাকবে। দ্বিতীয় অপশনে, ক্যাসারোলের মধ্যে আচারসহ লেমন রাইস থাকবে। তৃতীয় অপশনে, আচার এবং দই-ভাত থাকবে। চতুর্থ অপশনে, তেঁতুল রাইস এবং আচার থাকবে। পঞ্চম অপশনে থাকবে ডাল খিচুড়ি এবং আচার।

আরও পড়ুন :  বদলে যাবে বাংলার একাধিক রেল স্টেশনের চেহারা! বিরাট ঘোষণা রেলের

৫০ টাকার কম্বো মেনুতে কী কী থাকবে?

প্রধানত বিভিন্ন শ্রেণী, জাতি, গোষ্ঠী এবং উপ-গোষ্ঠীভুক্ত যাত্রীদের সুবিধার্থে সেই রকম মেনুর ব্যবস্থা হয়েছে। যারা কম্বো খাবার নিতে চান তারা ৫০ টাকা খরচ করলে স্থানীয় খাবারই পাবেন। এর সঙ্গে মাত্র ৩ টাকা খরচ করলে ২০০ মিলি লিটার জলের বোতল পেয়ে যাবেন।