এপ্রিল অতীত, আজ থেকে শুরু হয়ে গেল মে মাস। মাসের শুরু মানেই পেট্রোল-ডিজেলের দাম থেকে শুরু করে রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসে। সেই সঙ্গে আবার কোনও কোনও ব্যাঙ্কের নিয়মেও পরিবর্তন আসে। এক নজরে দেখে নিন এই মে মাস থেকে কোন কোন বিষয়ে পরিবর্তন আসছে।
LPG গ্যাসের দাম
এপ্রিল মাসের শুরুতেই ১৪ কেজি ডোমেস্টিক এবং ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ হয়। ভোটের মরসুমে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমেছিল। গত মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমেছিল তবে ডোমেস্টিক গ্যাসের দামের পরিবর্তন হয়নি। মে মাসে রান্নার ১৪.২ কেজি গ্যাসের দাম পরিবর্তন হয়নি। তবে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে।
HDFC ব্যাঙ্কের এফডির সময়সীমা বৃদ্ধি
এইচডিএফসি ব্যাঙ্কে যে সমস্ত সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইছেন তারা ১০ই মে পর্যন্ত সিনিয়র সিটিজেন কেয়ার এফডিতে বিনিয়োগ করতে পারবেন। এতে সাধারণ এফডির তুলনায় সুদের হার বেশি।
একাধিক ব্যাঙ্কের চার্জ বৃদ্ধি পাবে
আইসিআইসিআই এবং ইয়েস ব্যাঙ্কের একাধিক পরিষেবার চার্জ বৃদ্ধি পেতে চলেছে। ICICI ব্যাঙ্ক চেক বই, IMPS, ECS/NACH ডেবিট রিটার্ন, স্টপ পেমেন্ট চার্জ এবং অন্যান্য কিছু ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার চার্জ বাড়ানো হয়েছে। ১লা মে থেকে ডেবিট কার্ডের বার্ষিক ফি শহরাঞ্চলের ক্ষেত্রে ২০০ টাকা হবে। গ্রামের ক্ষেত্রে ৯৯ টাকা হবে।
একই সঙ্গে ইয়েস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম গড় ব্যালেন্স চার্জ সংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সেভিংস অ্যাকাউন্ট প্রো ম্যাক্সে নূন্যতম গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা হবে। এর উপর সর্বোচ্চ চার্জ হবে ১ হাজার টাকা। সেভিংস অ্যাকাউন্ট প্রো প্লাস মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স ২৫ হাজার টাকা হবে। সর্বোচ্চ চার্জ হবে ৭৫০ টাকা।
ইয়েস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট প্রো-তে নূন্যতম গড় ব্যালেন্স ১০ হাজার টাকা হবে। এর উপর চার্জ হবে ৭৫০ টাকা। সেভিংস ভ্যালু এবং কিষানে ন্যুনতম গড় ব্যালেন্স ৫ হাজার টাকা রাখতে হবে। এর উপর চার্জ হবে ২৫০ টাকা।
আরও পড়ুন : ১ মে থেকে ATM-এ টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত টাকা
ক্রেডিট কার্ডের চার্জ বাড়বে
ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে ১% অতিরিক্ত চার্জ নেবে ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ২০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে খরচ করতে পারবেন।