Sealdah : শিয়ালদা রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন! দেখুন বাতিল ট্রেনের তালিকা

আবারও একাধিক লোকাল ট্রেন বাতিল হল ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য। আগামী ২০শে জুলাই এবং ২১শে জুলাই পরপর দুদিন বিভিন্ন লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। ট্রেন বাতিলের নোটিশ দিয়েছে পূর্ব রেল। ট্রেনের নাম, রুট এবং কোন দিন বাতিল থাকবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে রেলের তরফ থেকে। বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নিন সেই তালিকা।

শনিবার ২০ শে জুলাই বাতিল থাকবে যে ৪টি লোকাল ট্রেন। এরমধ্যে রয়েছে, নৈহাটি-ব্যান্ডেল আপ 37557/ DN 37558, শিয়ালদহ–শান্তিপুর আপ 31541/ DN 31540, শিয়ালদহ–রানাঘাট আপ 31631/ DN 31636, কল্যাণী–সীমান্ত ডাউন 31192।

INDIAN RAIL

রবিবার অর্থাৎ ২১শে জুলাই বাতিল করা হয়েছে যে সব লোকাল ট্রেন রইল তাদের তালিকা, নৈহাটি-ব্যান্ডেল আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528; শিয়ালদহ–কৃষ্ণনগর আপ 31811, 31813 / ডাউন 31812, 31814; শিয়ালদহ–শান্তিপুর আপ 31511, 31513 / ডাউন 31514, 31516; শিয়ালদহ–রানাঘাট আপ 31611 / ডাউন 31614; নৈহাটি- কল্যাণী সীমান্ত আপ 31191; শিয়ালদহ–কল্যাণী আপ 31311, 31313 / ডাউন 31314, 31316; রানাঘাট–নৈহাটি আপ 31711 /ডাউন 31712।

আরও পড়ুন : বদলে গেল ট্রেনের টিকিট ক্যানসেলের চার্জ! এবার থেকে দিতে হবে এত টাকা

INDIAN RAIL

আরও পড়ুন :  বদলে যাবে বাংলার একাধিক রেল স্টেশনের চেহারা! বিরাট ঘোষণা রেলের

এছাড়া শনিবার এবং রবিবার কিছু ট্রেনের রুট বদল হয়েছে। সেগুলি হল 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, যার শেষ স্টেশন কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন হবে। অন্যদিকে ২১ শে জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে নৈহাটি থেকে ছাড়বে।