South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরুতেই যেন শীতের বিদায় বেলা এসে উপস্থিত। তাপমাত্রা বাড়ছে ঠিকই তবে বিদায় লগ্নে ফের একবার যেন অন্তিম কামড় বসাতে চাইছে শীত। আবার নাকি সরস্বতী পুজোতে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনাও আছে। তবে শীত ও বৃষ্টি নিয়ে আপডেটের মাঝেই নতুন এক দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহের আপডেট দিচ্ছেন তারা।
আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে উত্তর-পশ্চিমী বায়ু হু হু করে ঢুকে পড়ছে রাজ্যে। আর সেই কারণেই তাপমাত্রা ক্রমশ কমছে। শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় শৈত্য প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এই ৬ জেলার মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ।
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের উচু পার্বত্য এলাকাতে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিঙে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শৈত্য প্রবাহের দাপট চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে বিরাট পরিবর্তন আবহাওয়াতে! কোথায় কোথায় বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট
বৃষ্টি হবে কোথায় কোথায়?
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপর তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচদিন তিন জেলাতে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তিনটি জেলাতেই হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা! কোথায় কোথায় বৃষ্টি আজ? রইল আজকের আবহাওয়ার খবর
শীত বিদায় নেবে কবে?
পশ্চিমবঙ্গে আর খুব বেশি দিন শীতের স্থায়িত্ব নেই। আগামী সপ্তাহেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। মাঘ মাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শীতের অবসান হবে। সরস্বতী পূজার পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।