কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট? বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর অপেক্ষা করছেন হাজার হাজার ছাত্রছাত্রী। যতদূর জানা যাচ্ছে ভোটের মধ্যেই বের হবে মাধ্যমিকের রেজাল্ট। এপ্রিল মাসের শেষের দিকে কিংবা মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা আছে। তবে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। কী সেই সিদ্ধান্ত?

পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। এই বছর থেকেই প্রথম অনলাইনে নম্বর সাবমিশন করার ব্যবস্থা শুরু হয়েছে। অর্থাৎ এবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর ডিজিটাল মাধ্যমেও সংরক্ষিত থাকবে। যদিও সেই কাজ সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এবং নম্বর অনলাইনে সাবমিশন হয়ে গেলেও বোর্ডের নির্দেশে কিছু খাতা পুনর্মূল্যায়ন করা হবে বলে শোনা যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ এখন কিছু পরীক্ষার্থীর খাতা দেখে প্রাপ্ত নম্বর পুনর্মূল্যায়ন করবে। পরীক্ষকদের কাছে ইতিমধ্যেই সেই নির্দেশ পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন : বাংলার ৪২ আসনে কে কোথায় জিতবে? ভোটের আগেই দেখুন সমীক্ষার ফলাফল

পর্ষদ নির্ভুল ফল প্রকাশ করতে বদ্ধপরিকর। সেই কারণেই আবার খাতার পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতা দেখার ক্ষেত্রে যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। ত্রুটিমুক্ত স্বচ্ছ ফলাফল প্রকাশ করতে বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই পুনর্মূল্যায়নের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন : কোথায় ও কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

পুনরায় খাতা দেখা হলে পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিবার যে মেধা তালিকায় পরিবর্তন হওয়ার ঘটনা ঘটে সেটা আটকানো যাবে। প্রত্যেক বছরই ফল প্রকাশের পর স্ক্রুটিনি বা রিভিউ করেন ছাত্র-ছাত্রীরা। অনেকের ক্ষেত্রে নম্বর বাড়তেও দেখা গিয়েছে। তাই পরে মেধা তালিকায় বদল আনতে হয়েছে। এইবারের পর আর তেমনটা হবে না।