বাতিল হল উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন! রেল যাত্রীদের মাথায় হাত

গরম পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গে ভিড় জমাতে শুরু করেন। দার্জিলিং-গ্যাংটক তো আছেই, পাহাড়ের আনাচে-কানাচে অন্যান্য স্বর্গের মত সুন্দর গ্রামও নজর কাড়ে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য ‌ যাতায়াতের সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হল ট্রেন। তবে রেলের তরফ থেকে এবার উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল। শুনেই মাথায় হাত যাত্রীদের।

এই গরমের মরশুমে উত্তরবঙ্গে যাত্রীদের এতটাই বেড়ে যায় যে সামলানোর জন্য অতিরিক্ত ট্রেন চালু করতে হয় রেল কর্তৃপক্ষকে। কিন্তু রেলওয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু ট্রেন বেশ কিছুদিনের জন্য বাতিল করা হয়েছে। এর ফলে যাতায়াতে বেশ সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়? দেখুন লিস্ট।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

প্রি-নন-ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আপাতত এই ট্রেনগুলোর যাতায়াতে পরিবর্তন আনা হয়েছে। ১৫৭২৩/১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি জং এক্সপ্রেস ৪, ৬ ও ৭ ই মে বাতিল থাকবে। ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি জং-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস ৭ ও ৮ ই মে বাতিল থাকবে। ০৭৫২০ শিলিগুড়ি জং-মালদা কোর্ট ডেমু স্পেশাল আগামী ৪ থেকে ৮মে পর্যন্ত বাতিল থাকবে।

আরও পড়ুন : আমেরিকাকে টেক্কা দিচ্ছে ভারতের মেট্রো! মিলছে এইসব সুবিধা

০৭৫১৯ মালদা কোর্ট-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন ৫ থেকে ৯ ই মে পর্যন্ত বাতিল থাকবে। ৭৫৭০৬/৭৫৭০৫ শিলিগুড়ি জং-রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন এবং, ০৭৫০৮ শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু স্পেশাল ট্রেন এবং ১৫৪৬৪/১৫৪৬৩ বালুরঘাট-শিলিগুড়ি জং-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ৫ থেকে ৮ই মে পর্যন্ত বাতিল থাকবে।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

০৭৫০৭ রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন ৬ থেকে ৯ই মে পর্যন্ত বাতিল থাকবে। ০৭৫৪৪/০৭৫৪৩ শিলিগুড়ি জং-কাটিহার-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন এবং ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ৫, ৭ ও ৮ ই মে বাতিল করা হয়েছে।