প্রচন্ড গরম থেকে বাঁচতে এখন এসি কিনতে ভিড় জমাচ্ছেন মানুষ। বাজারে বর্তমানে ১ টন থেকে শুরু করে ১.৫ টন, ২ টন পর্যন্ত এসি পাওয়া যায়। আসলে ঘরের আয়তন অনুসারে এসি নির্বাচন করাটাই যুক্তিযুক্ত। ঘরের আয়তন অনুসারে কীভাবে এসি নির্বাচন করবেন? আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন।
সাধারণত ঘরের আয়তন বাড়লে বেশি টন ওজনের এসি কিনতে হয়। ঘর যদি ছোট হয় সে ক্ষেত্রে এসির ওজন ১ টনের হলেও চলবে। কিন্তু ঘর বড় হলে ১.৫ থেকে ২ টন ওজনের এসি কিনতে হবে। এখন দেখে নেওয়া যাক কত স্কয়ার ফুটের ঘরের জন্য কত টনের এসি কেনা উচিত।
১ টনের এসি কারা কিনবেন?
যাদের ঘর ছোট, বিশেষ করে ১২ থেকে ১৩ স্কয়ার ফুটের ঘরের জন্য এসি কিনতে হলে ১ টনের এসি কেনা যেতে পারে। ছোট ঘরে ১ টনের এসি লাগালে ৩ জন আরামসে থাকতে পারবেন।
১.৫ টনের এসি কারা কিনবেন?
মাঝারি থেকে বড় আয়তনের ঘরের জন্য ১.৫ টন ওজনের এসি কিনতে হবে। ১৫০ স্কয়ার ফিট পর্যন্ত ঘরের আয়তন থাকলে ১.৫ টনের এসিতেই কাজ চলবে। এতে ৪ থেকে ৫ জন মানুষ আরামে থাকতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে ১.৫ টনের এসির চাহিদাই সব থেকে বেশি।
আরও পড়ুন : রোজ ৮ ঘন্টা AC চললে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসবে?
২ টনের এসি কারা কিনবেন?
ঘরের আয়তন যদি এর থেকেও বড় হয় তাহলে ২ টনের এসি কিনতে হবে। এ ছাড়া ডাইনিং কিংবা হল ঘরে ২ টনের এসি লাগাতে হয়। যেখানে অনেক মানুষ থাকেন সেখানে এই এসিই লাগাতে হয়।
কত স্টার যুক্ত এসি কেনা উচিত?
এসিতে ৩ থেকে ৫ পর্যন্ত স্টার থাকে। এটা আসলে এসির কার্যক্ষমতাকে বোঝায়। ৩ স্টার যুক্ত এসি কিনলে দাম কম পড়বে কিন্তু বেশি বিদ্যুৎ শক্তি খরচ হবে। সব থেকে ভালো হয় ৫ স্টার যুক্ত এসি কিনলে। এতে এসি কিনতে গেলে একটু বেশি খরচ হলেও বিদ্যুৎ বিল কম আসবে।