কত টাকার মালিক দেবাংশু ভট্টাচার্য?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে লড়বেন। দেবাংশু ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা কত? কত সম্পত্তির মালিক তিনি? দেখুন এক নজরে।

দেবাংশু ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা কত?

পড়াশোনার দিকে বেশ হেভিওয়েট তৃণমূলের এই প্রার্থী। দেবাংশু ২০১৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দলের সমর্থক হিসেবে সোশ্যাল মিডিয়াতে প্রচার পেতে শুরু করেন।

দেবাংশু ভট্টাচার্যের রোজগার কত?

দেবাংশু ভট্টাচার্য ২০২০-২১ অর্থবছরে ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা উপার্জন করেছিলেন। ২০২১-২২ অর্থবছরে তিনি ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা রোজগার করেন। ২০২২-২৩ অর্থবছরে তিনি ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা উপার্জন করেছেন।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

দেবাংশু ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ কত?

দেবাংশু ভট্টাচার্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ

দেবাংশুর নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। পোস্ট অফিস এবং এলআইসিতে কিছু বিনিয়োগ রয়েছে। তার নামে কোনও গাড়ি নেই। নেই কোনও সোনা-দানা বা অলংকার। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা।

আরও পড়ুন : কত টাকার মালিক সুকান্ত মজুমদার? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

দেবাংশু ভট্টাচার্যের স্থাবর সম্পত্তি কত?

দেবাংশু জানিয়েছেন তার নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। বাড়ি, ফ্ল্যাট, জমি, জায়গা এসব কিছুই নেই তার। তার কোনও ধার নেই। বিগত কয়েক বছরে তিনি যা কিছু রোজগার করেছেন তা সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে লাভ করেছেন।