দিলীপ ঘোষের পড়াশুনার দৌড় কতদূর? কত টাকার মালিক তিনি?

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তাতে দিলীপ ঘোষ তার শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির খতিয়ান সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন। জানুন বাংলায় বিজেপির এই হেভিওয়েট নেতার সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতা কত।

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা

দিলীপ ঘোষ তার মনোনয়নপত্রে জানিয়েছেন তিনি ঝাড়গ্রাম আইআইটি থেকে পাশ করেছেন। যদিও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক বিতর্ক আছে। এমনকি মামলাও হয়েছে।

দিলীপ ঘোষের সম্পত্তির পরিমাণ

দিলীপ ঘোষের রোজগার কত?

দিলীপ ঘোষ জানিয়েছেন ২০২০-২১ অর্থবছরে তিনি ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা উপার্জন করেছেন। ২০২১-২২ অর্থ বছরে তিনি ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা রোজগার করেছেন। ২০২২-২৩ অর্থবছরে তার রোজগার ছিল ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ

দিলীপ ঘোষের নামে ৪টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে। এলআইসি ও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেছেন তিনি। তবে তার কোনও গাড়ি নেই। সোনা বা বহুমূল্য ধাতুর গয়না তার কাছে সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। তার কাছে মোট ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকার অস্থাবর সম্পত্তি আছে।

আরও পড়ুন : কত টাকার মালিক বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান?

দিলীপ ঘোষের স্থাবর সম্পত্তির পরিমাণ

দিলীপ ঘোষের নামে ১.৮৮ একর চাষযোগ্য জমি আছে। এই জমির বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। কুলিয়ানায় ৮০০ বর্গফুটের বাড়ি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যার দাম ৩ লক্ষ টাকা। লেদার কমপ্লেক্সে ৩৪৮৩ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে তার। যার দাম ৯৯ লক্ষ টাকা। বর্তমানে তার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা। তার নামে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে।