এখন ট্রেনের টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা আর লাইনে দাঁড়াতে হয় না। মাত্র কয়েক মিনিটেই ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট কেটে নেওয়া যায়। আবার চাইলে অনলাইনে টিকিট ক্যানসেলও করতে পারবেন। সম্প্রতি বদলেছে ট্রেন টিকিট বাতিলের নিয়ম। এখন থেকে ট্রেনের টিকিট বাতিল করে রিফান্ড পাওয়া হয়ে গেল আরও সহজ। জেনে নিন বিস্তারিত।
অনেক সময় টিকিট ক্যানসেল করার পর রিফান্ড পেতে পেতে ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। তবে IRCTC এর নতুন নিয়মে এখন থেকে আর এত বেশি সময় লাগবে না। এবার থেকে টিকিট বাতিল করার ১ ঘন্টার মধ্যেই রিফান্ড পেয়ে যাবেন। ট্রেনের কোনও যান্ত্রিক ত্রুটি হোক কিংবা আপনি নিজের ইচ্ছেতেই টিকিট ক্যানসেল করুন না কেন, ১ ঘণ্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে টাকা।
এতদিন টিকিট ক্যানসেল করার পর IRCTC ব্যাঙ্ককে সরাসরি টাকা ট্রান্সফার করতো। তারপর সেখান থেকে কয়েক ধাপে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে তাই কিছুদিন সময় লাগে। কিন্তু এবার IRCTC এর নিয়ম বদলের কারণে টাকা ফেরত পাবেন আরও তাড়াতাড়ি। এক ঘন্টার মধ্যেই এবার ফেরত পাওয়া যাবে রিফান্ডের টাকা।
আরও পড়ুন : বদলে গেল ট্রেনের টিকিট ক্যানসেলের চার্জ! এবার থেকে দিতে হবে এত টাকা
উল্লেখ্য, দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে যদি ওয়েটিং লিস্টে থাকেন সেক্ষেত্রে যদি টিকিট কনফার্ম না হয় তাহলে রিফান্ডের টাকা পুরোটাই পাবেন। আর যদি টিকিট কনফার্ম হয়ে যায় এবং তারপর আপনি ক্যান্সেলেশনের জন্য আবেদন করেন তাহলে ক্যান্সলেশন চার্জ কেটে নেবে রেল। এক্ষেত্রে আপনি ট্রেন ছাড়ার ঠিক কতক্ষণ আগে টিকিট ক্যান্সেল করছেন তার উপর নির্ভর করে ক্যান্সেলেশন চার্জ।
আরও পড়ুন : থাকা-খাওয়া ফ্রি! জলের দামে ঘুরে আসুন নেপাল, দেখুন IRCTC এর প্যাকেজ
টিকিট কনফার্ম হওয়ার পরেও যদি ট্রেনে ভ্রমণ না করেন সেক্ষেত্রে টিকিটের টাকা ফেরত পেতে হলে টিডিআর জমা করতে হবে। ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে টিকিট বাতিল না করলে বা টিডিআর ফাইল না করলে টাকা ফেরত পাওয়া যায় না। সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়েছে IRCTC এর ওয়েবসাইট থেকে বুক করা ওয়েটিং এবং RAC টিকিট বাতিল করলে কনভেনিয়েন্স ফি বাবদ ৬০ টাকা চার্জ করা হবে।