গ্ল্যামার দুনিয়ার পর এবার সরাসরি রাজনীতির ময়দানে রচনা ব্যানার্জী। দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জী এবার হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। তবে রচনা ব্যানার্জীর রাজনীতিতে আগমনে কি কপাল পুড়লো দিদি নাম্বার ওয়ান এর? এই সপ্তাহের টিআরপি তালিকা অন্তত তেমনটাই আভাস দিচ্ছে।
জি বাংলাতে সম্প্রচারিত দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা গত প্রায় ১০ বছর ধরে করে আসছেন রচনা ব্যানার্জী। এই শো এর দৌলতে বাংলার ঘরে ঘরে আলাদাই এক ইমেজ গড়ে উঠেছে তার। তার জন্যই এত হিট দিদি নাম্বার ওয়ান। কিন্তু রচনা ব্যানার্জীর রাজনীতিতে আগমনে হঠাৎ করেই টিআরপি নামলো দিদি নাম্বার ওয়ান এর।
গত বৃহস্পতিবার যে টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর সোম থেকে শনির এপিসোড ১.৯ টিআরপি পেয়েছে। সানডে ধামাকা পেয়েছে ৫.৪ নম্বর। অপরপক্ষে দাদাগিরি শনিবার এবং রবিবারে পেয়েছে ৪.২। ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১।
আরও পড়ুন : লোকসভা ভোটে জিতবে কে? কি হবে ফলাফল? প্রকাশ্যে এল সমীক্ষার রেজাল্ট
যেমনটা দেখা যাচ্ছে রবিবার রাত সাড়ে আটটায় দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকার বিপরীতে স্টার জলসার ফিকশনের টিআরপি ছিল ৫.২। শনিবার এবং রবিবার রাত সাড়ে নটা থেকে দাদাগিরির বিপরীতে স্টার জলসার ফিকশনের টিআরপি ছিল ৪.৪।
আরও পড়ুন : খোঁজ রাখে না বউ-মেয়ে! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঋতাভরী চক্রবর্তীর বাবা
তবে শুধু ভোটের কারণে নয়, বর্তমানে আইপিএল চলছে। কাজেই তার একটা প্রভাব পড়েছে বাংলা টেলিভিশন শো-এর উপর। এদিকে দাদাগিরি সঞ্চালক সৌরভ গাঙ্গুলী আবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর। সম্প্রতি দাদাগিরির দুটি পর্বের শুটিং দিল্লিতে হয়েছে। খুব শিগগিরই এই তালিকাতে নাম জুড়ে যাবে সারেগামাপার। দাদাগিরি শেষ হলেই শুরু হবে জি বাংলার জনপ্রিয় এই গানের রিয়েলিটি শোয়ের নতুন সিজন। যার সঞ্চালক থাকবেন আবির চট্টোপাধ্যায়।